ইসলামী ব্যাংকের চেয়ারম্যানে ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালনা পর্ষদ বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

‎রাজনৈতিক পট-পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক গত বছরের ২২ আগস্ট সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেয় ইসলামী ব্যাংকে।

‎সম্প্রতি ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

‎একই সঙ্গে তার স্ত্রী মরজিনা বেগম ও মুনমুন মাসুদ, ছেলে জুনুন সাফোয়ান, জুনায়েদ জুলকার নায়েন তিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নওমির ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter