ডিএসই–৩০ সূচক থেকে বাদ পড়ল মেঘনা পেট্রোলিয়াম পাওয়ার গ্রিড ও বিএসআরএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই-৩০ সূচক থেকে রাষ্ট্রায়ত্ত দুই প্রতিষ্ঠানসহ তিন কোম্পানি আউট হয়েছে। আউট হয়ে যাওয়া কোম্পানিগুলোর পরিবর্তে নতুন তিনটি কোম্পানি সূচকটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

আউট হওয়া কোম্পানিগুলো হলো-মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড ও বিএসআরএম।

অপরদিকে অন্তর্ভুক্ত হওয়া কোম্পানি তিনটি হলো-হাইডেলবার্গ, লভেলো ও লিন্ডে বাংলাদেশ।

ডিএসইর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজার মূলধনসহ অন্যান্য বৈশিষ্ট্যকে বিবেচনায় নিয়ে ডিএসই-৩০ সূচকে এ পরিবর্তন আনা হয়েছে।

আগামী ২০ জুলাই থেকে ডিএসই–৩০ সূচক এটি কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter