৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

দেশের ৩৫ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ৯টি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মে মাসে ২০টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে নোটিশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এসব প্রতিষ্ঠানের মধ্যে থেকে ৯টির সন্তোষজনক জবাব না পাওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বন্ধের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো–পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বৃহস্পতিবার গভর্নরের সম্মতি নিয়ে এসব প্রতিষ্ঠান অবসায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন বিভাগে তথ্য পাঠানো হয়।

জানা যায়, আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি–এই তিন সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান অবসায়নে সরকারের ৯ হাজার কোটি টাকা লাগবে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংক বহির্ভূত ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৪টি টিকে থাকতে সক্ষম।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter