Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

যমুনা অয়েল কোম্পানির ৫৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর ৫৩৩তম বোর্ড সভা বুধবার (১৬ এপ্রিল) ভাচুর্য়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভেতৗ অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন এর সদস্য (সিনিয়র সচিব) ও কোম্পানি বোর্ড এর চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক সর্বজনাব কওছার জহুরা, সামসুল আলম ভূঁইয়া, ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসি, মোহাম্মদ আবদুল কাদের, প্রকেশৗলী মনজারে খোরশেদ আলম, প্রকেশৗলী শেখ আল আমীন, সালেহ আহমেদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুত-ই-ইলাহী এবং কোম্পানি সচিব মাসুদুল ইসলাম।

সভায় অন্যান্য প্রস্তাবের পাশাপাশি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর প্রাতিষ্ঠানিক সামাজিক দায়িত্ব পালন (CSR) তহবিল হতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এ ২০,০০,০০০/- (বিশ লাখ) টাকা আর্থিক অনুদান প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *