Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
চলতি বছরের প্রথম তিন মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৭৬ শতাংশ বেড়েছে। আর বছরের ব্যবধানে নিট এফডিআই বেড়েছে ১১৪ শতাংশ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
খাতসংশ্লিষ্টরা বলেন, বর্তমান সরকার ১১ মাসে বিদেশি বিনিয়োগ নিয়ে নানারকম পদক্ষেপ নিয়েছেন। বিভিন্ন সভা ও সেমিনার করেছেন। বিনিয়োগকারীদের কথা শুনে কিছু ব্যবস্থাও নিয়েছেন। যেটা বেড়েছে এটা তারও ফল হতে পারে। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তা অব্যাহত থাকবে। যে দলই ক্ষমতায় আসুক না কেন বিনিয়োগ পরিবেশের দিকে যেন নজর দেয়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে নিট এফডিআই এসেছে ৮৬৫ মিলিয়ন ডলার। তার আগের তিন মাসে অক্টোবর-ডিসেম্বর সময়ে এসেছিল ৪৯০ মিলিয়ন ডলার।
সে হিসাবে তিন মাসে নিট এফডিআই বেড়েছে ৭৬ দশমিক ৩১ শতাংশ। আর গত বছরের একই সময়ে এসেছিল ৪০৩ মিলিয়ন ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে ১১৪ দশমিক ৩১ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ সময়ে বিদেশিরা মূলধন (ইক্যুইটি) হিসেবে ২৬৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এটি তার আগের তিন মাসের তুলনায় ১০০ শতাংশ বেশি। আর বছরের ব্যবধানে ১১৯ দশমিক ৭৫ শতাংশ বেশি।
তবে তিন মাসে বিদেশিদের পুনর্বিনিয়োগের পরিমাণ কমেছে ৪০ দশমিক ২৩ শতাংশ। বছরের ব্যবধানে তা কমেছে ২৪ দশমিক ৩১ শতাংশ।
এ ছাড়া বছরের প্রথম তিন মাসে আন্তঃকোম্পানি (ইন্ট্রা-কোম্পানি) ঋণ হিসেবে বিনিয়োগ বেড়েছে এক হাজার ১৭০ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় তা এক হাজার ৪৯৮ শতাংশ।
এ সময়ে এসেছে প্রায় ২৬ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৯ মিলিয়ন ডলার। অর্থাৎ এখানের বিনিয়োগ কমেছে ৩৪ দশমিক ১৩ শতাংশ।
গতকাল রাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর এ সম্পর্কে এক ফেসবুক পোস্টে লিখেন এ বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ (নিট এফডিআই) হয়েছে ১০ হাজার ৫০০ কোটি টাকা।
২০২৪-এর একই সময়ের তুলনায় এটা দ্বিগুণের চেয়ে একটু বেশি। আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে এফডিআই এসেছে ১৬ হাজার ৫০০ কোটি টাকা, যা গত সরকারের আমলের শেষ ছয় মাসের তুলনায় দ্বিগুণ।